প্রথম আলোর রজতজয়ন্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলো বিশ্বের সর্বাধিক প্রচারিত ও প্রকাশিত বাংলা দৈনিক। ১৯৯৮ সালে ৪ নভেম্বর প্রথম আলো প্রথম প্রকাশিত হয়। সত্যে তথ্যে প্রথম আলো এখন ২৫ বছরে।

রজতজয়ন্তী উপলক্ষে ৭ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শতাধিক শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ী ২৫ জন ও সব অংশগ্রহণকারীকে দেওয়া হয় শিশুতোষ বই ও সনদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র প্রমুখ। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার জন্য প্রথম আলোর ভূয়সী প্রশংসা ও সাফল্য কামনা করেন। সেই সঙ্গে সবাইকে বেশি বেশি বই ও পত্রিকা পড়ার আহ্বান জানান।

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

আলোচনা পর্ব শেষে শরীয়তপুর বন্ধুসভার বন্ধু সোহেল মীর মালতের নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির খুদে নৃত্যশিল্পীরা নাচ পরিবেশন করে। সঞ্চালনা করেন শরীয়তপুর বন্ধুসভার সভাপতি শাহিন সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুপম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ ভূঁইয়া, জর্জ বণিক, সুইটি আক্তার, বন্ধু রেজাউল খান প্রমুখ।

সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা