ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কমিটি গঠন
গঠিত হলো ঢাকা মহানগর বন্ধুসভার ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হাসিনা মোস্তাফিজ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন টিচ ফর বাংলাদেশের ফেলো সাইমুম মৌসুমী।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদ এবং ঢাকা মহানগরের বন্ধু ও উপদেষ্টামণ্ডলী।
আনিসুল হক বলেন, ‘প্রথম আলোর কিছু লক্ষ্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমাদের বাংলায় উন্নত করতে হবে। সকল জায়গায় বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে।’ বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধুদের বেশি বেশি বই পড়তে, লিখতে হবে। বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব বন্ধুদের নিতে হবে। নিজেকে গড়তে হবে, দেশকে গড়তে হবে।’
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছরের নভেম্বরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সারা দেশের ৮০টির বেশি বন্ধুসভা ‘একটি করে ভালো কাজ’ করেছে। তারা মানুষের পারাপারের জন্য বাঁশের সাঁকো করে দিয়েছে, অসচ্ছল মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, আবার সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে দিনব্যাপী আনন্দঘন সময় উপভোগ করেছে। সেই কথাও স্মরণ করেন আনিসুল হক। তিনি বলেন, ‘জাতীয় কমিটি আমাদের প্রত্যাশা থেকেও অনেক বেশি ভালো কাজ করেছে। সারা দেশের বন্ধুরা এত এত বেশি ভালো কাজ করেছে যে মুগ্ধ হয়েছি।’
আসন্ন দিনগুলোকে বন্ধুসভা কী কী কাজ করতে যাচ্ছে, সেসব নিয়ে বিস্তারিত কথা বলেন জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়। একই সঙ্গে দারুণ একটি বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ঢাকা মহানগরের সদ্য সাবেক সভাপতি সোলায়মান কবির, সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদসহ পুরো কমিটিকে ধন্যবাদ জানান তিনি। নির্বাহী সভাপতি মৌসুমী মৌয়ের কথায় উঠে আসে সব কাজে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিবেদনের কথা। বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন সাধারণ সম্পাদক জাফর সাদিক।
ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজ, রাজউক কলেজের বাংলা বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সোলায়মান কবির, টিভি উপস্থাপক ও বিসিএস কৃষি কর্মকর্তা ফাল্গুনী মজুমদার, সংগীতশিল্পী দেবলীনা সুর, বিডিজবস ডটকমের প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভেশনসের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাশিদুল হাসান।
ঢাকা মহানগর বন্ধুসভার ২০২৩ কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা
সভাপতি হাসিনা মোস্তাফিজ, সহসভাপতি জয়ন্ত কর্মকার ও নেওয়াজুল মওলা, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা তমা ও শাফিন উজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক খাদিজা জান্নাত, দপ্তর সম্পাদক জাহিদ ফেরদৌস, অর্থ সম্পাদক শাহরিয়ার নাজিম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ইসরাত জাহান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুমায়রা আনজুম, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা নূরী, প্রশিক্ষণ সম্পাদক শেখ কাব্য, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারমিন তিশা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহসিন মাজেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহনাজ বিনতে রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক নিশাত তাসমিন, ম্যাগাজিন সম্পাদক ওয়াসিমা তাসনিম, বইমেলা সম্পাদক মেঘা খেতান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ সর্দার, সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা রায়, কার্যনির্বাহী সদস্য অভিজিৎ কর্মকার ও প্রজ্ঞা চন্দ।