চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে কম্বল বিতরণ

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে কম্বল বিতরণছবি: বন্ধুসভা

সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের শীতার্ত ১০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ৮ ফেব্রুয়ারি এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শহরে শীতের প্রকোপ না থাকলেও গ্রামে যে বেশ শীত পড়ছে, তা বন্ধুরা গিয়েই বুঝতে পারেন। ভাঙা ঘর আর বাঁশের বেড়ার ঘরগুলোতে বসবাস করা মানুষগুলোই বুঝতে পারেন শীতের তীব্রতা। দিনে তাপমাত্রা স্বাভাবিক হলেও রাতে তা গ্রামবাসীর জন্য কষ্টের কারণ হয়ে ওঠে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য খুবই কষ্টদায়ক।

কম্বল নিতে আসা স্থানীয় বাসিন্দা ৬০ বছর বয়সী সালমা খাতুন বলেন, ‘রাতে ঠান্ডা খুব বাড়ে। পাতলা কাঁথায় ঠান্ডা মানে না। এই কম্বলটা খুবই উপকারে আসবে।’

অন্য একজন বলেন, ‘আমার কম্বলটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছিলাম। তাই এত দিন কষ্টেই যাচ্ছিল। কম্বল দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ইব্রাহিম তানভীর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা