‘যক্ষ্মা এখনো দেশের স্বাস্থ্য খাতের অন্যতম প্রধান সমস্যা। প্রতিবছর দেশের তিন লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। এর মধ্যে প্রায় ৪২ হাজার মারা যান। দেশে কোভিডের চেয়েও যক্ষ্মায় মৃত্যু বেশি। অথচ রোগটি নিরাময়যোগ্য। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যক্ষ্মা সম্পর্কে যে সচেতনতাবিষয়ক কর্মশালা পরিচালিত হয়েছে, তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। যক্ষ্মা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। বন্ধুদের নিজেদের যক্ষ্মা বিষয়ে সচেতন হওয়া এবং তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এককথায় যক্ষ্মা হলে ভয় না পেয়ে চিকিৎসা নিতে হবে। নিয়ম মেনে ওষুধ সেবন করতে হবে। এ রোগকে প্রতিরোধ করতে হলে বেশি বেশি প্রচারণা করতে হবে।’
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বিশেষ আলোচনা সভায় কথাগুলো বলেন বক্তারা। ২৪ মার্চ রাত পৌনে ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, কুড়িগ্রাম বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া সিমু, নাটোর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, দিনাজপুর বন্ধুসভার বন্ধু বেলালুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা প্রযুক্তিবিদ ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, প্রথম আলোর যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণা কর্মসূচির সমন্বয়ক নুরুজ্জামান নাদিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সাত্তার, সহসভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সেনিয়া খাতুন, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ, মুশফিক মাহাদি, আসেফ উৎসসহ অন্যরা।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা