নারী শক্তি ও সাহসের প্রতীক

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঠচক্র ও সাংগঠনিক আড্ডার আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ৮ মার্চ সকালে শহরের প্রজাপতি অঙ্গনের কাছারিঘরে এটি অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর নারীদের নিয়ে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্পটি নিয়ে পাঠ আলোচনা করেন বন্ধুরা। আলোচক হিসেবে ছিলেন বন্ধু সুমাইয়া ইসলাম।

পাঠচক্র ও পাঠের তাৎপর্য নিয়ে আলোচনা শেষ হলে বন্ধুরা মেতে ওঠেন সাংগঠনিক আড্ডায়। এ সময় বিগত তিনটি প্রোগ্রামের পর্যালোচনা হয়। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, শাহানাজ পারভীন ও সাকিব মোহাম্মদ আল হাসান। তাঁরা বলেন, নারী শক্তি ও সাহসের প্রতীক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি বিপাশা আহমেদ, সাবেক সভাপতি আবু রেজা ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শুভাকাঙ্ক্ষী জাহান লিমনসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা