সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা ও পাঠের আসর

রমনা পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা ও পাঠের আসর
ছবি: বন্ধুসভা

বাঙালির কাছে পিঠা এক অমৃত খাবার। আর শীতকালে সেটা যেন উৎসবে পরিণত হয়। তবে শহরের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুরা পিঠার স্পর্শ খুব একটা পায় না। তারা সব সময় বঞ্চিত হয়। তাদের জন্য এবার পিঠা ও পাঠের আসর বসিয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

১৪ জানুয়ারি বিকেলে রাজধানীর রমনা পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা ও পাঠের আসর অনুষ্ঠিত হয়। প্রথমে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের ‘ছোটদের বিদ্যাসাগর’ বইয়ের ওপর পাঠচক্র করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আদিবা ইসলাম।

শিশুদেরকে বিদ্যাসাগর সম্পর্কে জানানো হয়। বিদ্যাসাগরের মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্তগুলো বাচ্চাদের সামনে যখন বলা হচ্ছিল, তখন তাদের মধ্য থেকে মরিয়ম নামের এক শিশু বলে, ‘মায়ের কথা হুনুন তো লাগবই।’ ছেলেদের পাশাপাশি মেয়েদেরও শিক্ষিত হতে হবে। সেই দিকগুলো সম্পর্কে যখন বলা হচ্ছিল, তখন সাদিয়া নামের এক শিশু বলে, ‘মাইয়াগোর তো পড়ালেখা করুন লাগব, নিজেদের লাইগ্গা হইলেও।’

পাঠচক্র শেষে সবাই মিলে একসঙ্গে পিঠা খাওয়ার উৎসব চলে। খাবার পর আবর্জনা যেখানে–সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়েছে। বাচ্চাদেরকেও বোঝানো হয়েছে, যেখানে–সেখানে ময়লা ফেলা উচিত নয়। বন্ধুসভার বন্ধু, সুবিধাবঞ্চিত শিশুসহ ৪০ জন উপস্থিত ছিল এই আয়োজনে।

বন্ধু, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভা