কলেজে ভর্তি হতে শিক্ষার্থীকে সহায়তা করল কুলাউড়া বন্ধুসভা

কুলাউড়া বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কুলাউড়া সরকারি কলেজে ভর্তি হন মাছুমা বেগম। কিন্তু অর্থের অভাবে তাঁর রেজিস্ট্রেশনের কার্যক্রম এত দিন পুরোপুরি সম্পন্ন হয়নি। সেই অর্থ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া বন্ধুসভা।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ বলে জানান বন্ধুরা।

অর্থ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, ডা. হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম, বন্ধু কাওছার আহমদ চৌধুরী, সভাপতি আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু।

সভাপতি, কুলাউড়া বন্ধুসভা