বনমায়াতে ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রের আসর

ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: অদিত আল নাফিউ

তাসলিমা জামান পান্না বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর অন্যতম রচনা ‘নীল অপরাজিতা’। ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতার আলোকে সমৃদ্ধ করেছেন নিজের গ্রন্থগুলোকে। লেখালেখিতে তিনি বিষয় নির্বাচনকে গুরুত্ব দেন যত্নসহকারে। ‘নীল অপরাজিতা’ উপন্যাসেও ব্যতিক্রম ঘটেনি। লেখকের গভীর সংবেদনশীলতা প্রতিভাসিত হয়েছে। তাঁর লেখা কাব্যধর্মী। নির্মাণশৈলী, ভাষা প্রয়োগ উপন্যাসটিকে অনন্য করেছে।

২৫ জানুয়ারি ‘নীল অপরাজিতা’ উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করে ড্যাফোডিল বন্ধুসভা। বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা ক্যাম্পাসের বনমায়াতে এটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন সভাপতি সাব্বির আহমাদ। এটি ড্যাফোডিল বন্ধুসভার এ বছরের দ্বিতীয় পাঠচক্র।

পাঠচক্র শেষে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ

‘নীল অপরাজিতা’ একটা ত্রিভুজ প্রেমের মিষ্টি উপন্যাস। তেঁতুলিয়ার চা-বাগানের নারী শ্রমিকদের জীবনালেখ্য ভজনপুরের যাপিত জীবন। প্রেম, বিরহ, বিষাদ, মনস্তাত্ত্বিক টানাপোড়ন ও সবশেষে চিরবিচ্ছেদ। পটভূমি তেঁতুলিয়ার ভজনপুর। অপু হিন্দু, মহিম মুসলমান, অপু দরিদ্র, মহিম বিত্তবান। কোনো বৈষম্য ওদের ভালোবাসার মধ্যে ফাটল সৃষ্টি করতে পারেনি। শৈশব–কৈশোরের তারুণ্যে দুজন ছিল দুজনার। ঘটনাপ্রবাহে মহিমকে পাড়ি জমাতে হয় আমেরিকায়। বদলে যায় মহিম। অন্যদিকে অপুকে ভালোবাসে গাঁয়ের আরেক ছেলে কৌশিক। এমনই সুন্দর মিষ্টি প্রেমের ঘটনা ঘিরে কাহিনি এগিয়ে যায়।

পাঠচক্র শুরু হয় বন্ধুদের পরিচয় পর্ব দিয়ে এবং শেষ হয় গান ও কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে। বইটি নিয়ে আলোচনা করেন ফারহানা কেয়া ও মুশফিক জামাল। এ ছাড়া সভাপতি সাব্বির আহমাদ ড্যাফোডিল বন্ধুসভার পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে দিকনির্দেশনা দেন।

পাঠচক্রের আসরে আরও উপস্থিত ছিলেন বন্ধু আদিবা জামান, তমাল মালাকার, ঈশিতা মন্ডল, জাকিয়া লিমা, কামরুজ্জামান, অনীক ভূষণ সাহা, মানিহা হিমু, রৌদ্র, ইমন, উৎস, শাহরিয়ার হাবিব, আতিকুর রহমানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা