‘কুয়াশাকাল’ বই নিয়ে রাঙ্গুনিয়া বন্ধুসভার পাঠচক্র

রাঙ্গুনিয়া বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

কবি, সাংবাদিক ও শিশুসাহিত্যিক আকাশ আহমেদের লেখা ‘কুয়াশাকাল’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২৩ নভেম্বর সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। লেখক নিজে উপস্থিত থেকে বই নিয়ে মূল আলোচনা করেন।

পাঠচক্র শেষে মুক্ত আলোচনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম, রাউজান কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল ও প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন। সঞ্চালনা করেন অর্থ সম্পাদক রবিউল মোস্তফা।

আলোচনার পরে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান দপ্তর সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ। সবশেষে কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে উপহার তুলে দেওয়া হয়।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা