চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার স্থাপন করল বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে উন্মুক্ত পাঠাগার স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ নভেম্বর ‘আলোকিত মানুষ চাই’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য এটি স্থাপন করা হয়।

পাঠাগার থেকে স্কুলের শিক্ষার্থীরা বই নিয়ে পড়তে পারবে। পাশাপাশি একটি করে বই পাঠাগারে জমা দিয়ে স্থায়ীভাবে একটি নিজের কাছে রেখে দিতে পারবে। বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, কবিতা ও উপন্যাস কর্নার নিয়ে পাঠাগারটি সাজানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার স্থাপন করা উন্মুক্ত পাঠাগার
ছবি: বন্ধুসভা

উদ্বোধনের আগে শিক্ষার্থীদের নিয়ে ‘বই পড়া ও লাইব্রেরির গুরুত্ব’–বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। আলোচনা করেন চবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, অর্থসম্পাদক নুসরাত জাহান ও ম্যাগাজিন সম্পাদক মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইখলাস বিন সুলতান, কার্যনির্বাহী সদস্য আলী আকরামসহ অন্য বন্ধুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার বলেন, ‘পাঠাগারটি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা