ভালো কাজের সঙ্গে বন্ধুরাই আগে পাশে দাঁড়ায়

বশেফমুবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

দেখতে দেখতে পথচলার ২৪ বছরে পা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। দীর্ঘ এই সময়ে স্বেচ্ছাসেবা, সামাজিক ও নানা মানবিক কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সংগঠনটি। অসাধারণ এসব কাজে অংশীদার হতে এক বছর আগে নতুন বন্ধুসভা হিসেবে পথচলা শুরু করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

গত ৩০ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনারকক্ষে উদ্‌যাপন করা হয় বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরুতেই কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমান, প্রভাষক ইমরুল কবির, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল আলম, ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত পাল ও সমাজকর্ম বিভাগের প্রভাষক তাইয়্যেবা তাবাসসুম।

উপস্থিত বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন ইমরুল কবির। তিনি বন্ধুদের বন্ধুসভার মূলনীতি অনুসরণ করার ওপর জোর দেন। বক্তব্যের শুরুতে আমাদের কেন প্রথম আলোর পাঠক হতে হবে, তা বোঝাতে গিয়ে এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘দেশে যখন এসিড নিক্ষেপ নামক নতুন এক সামাজিক সমস্যার সূত্রপাত হয়, তখন ভুক্তভোগী মেয়েদের পাশে সবার আগে দাঁড়ায় প্রথম আলো। সব ভালো কাজের সঙ্গে বন্ধুসভার বন্ধুরাই আগে পাশে দাঁড়ায়।’

আলোচনা পর্ব শেষে উপস্থিত বন্ধুদের মধ্যে নতুন বন্ধু সংগ্রহ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন বন্ধুরা।

সাধারণ সম্পাদক, বশেফমুবিপ্রবি বন্ধুসভা