কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার জুলাই স্মৃতিচারণা

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার জুলাই স্মৃতিচারণাছবি: বন্ধুসভা

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণা নিয়ে আলোচনা সভা করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ২৭ জুলাই বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এটি অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণায় সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘কক্সবাজারে প্রথম আন্দোলন শুরু হয় ১৬ জুলাই বেলা ১১টায়। কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের লিংক রোডে প্রথম আন্দোলনে নামে। আন্দোলনটা সামনের দিকে এগোলে ছাত্রলীগের হামলার শিকার হতে হয়। আহত হয় অসংখ্য শিক্ষার্থী। তারই প্রতিবাদে বিকেলে আবার ছাত্র–জনতা একত্র হয়ে আন্দোলনে নামে। এবারও নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা।

‘কক্সবাজারে আন্দোলনের সবচেয়ে ভয়াবহ রাত ১৮ জুলাই। সেই রাতে পানবাজার মেইন রোডের লাইট বন্ধ করে দিয়ে নিরস্ত্র ছাত্র–জনতার ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। সেখানে অনেকে আহত হয় এবং অনেক শিক্ষার্থীর নিহতের ঘটনা ঘটে। এই রাত এখনো আমার চোখে ভাসে, কীভাবে তারা নির্বিচার গুলিবর্ষণ করেছিল।

‘কক্সবাজারের আরেকটি কালো অধ্যায় ৪ আগস্ট রাতে। ঠিক একই রকমভাবে রাস্তার লাইট বন্ধ করে দিয়ে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ করে সরকারি বাহিনী। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সৃষ্টি হয়।’

বন্ধুরা বলেন, ‘জুলাই আমাদের চেতনা। এই চেতনাকে ধরে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আয়েশা সিদ্দিকা, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, অর্থ সম্পাদক শহিদুল আমিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাসান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বাইজিদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।