সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ নিয়ে পাঠচক্র করেছে কক্সবাজার বন্ধুসভা। ৭ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা।
লেখকের জীবনী বিষয়ে শুরু হয় আলোচনা। শুরুতে ‘হাঙর নদী গ্রেনেড’ বইটি নিয়ে পাঠ করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কুলচুমা ইয়াসমিন। তিনি বলেন, ‘উপন্যাসের বুড়ি চরিত্রটি নিয়ে সূচনা হলেও গল্পের মোড় ঘুরে যায় সন্তান গুলিবিদ্ধ হতে দেখেও দমে না যাওয়া মায়ের সাহস দেখে। দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে নিজের বোবা ছেলেকে ঠেলে দেয় শত্রুর বন্দুকের নলের সামনে। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে যে দেশ বড়, সেটাই ফুঠিয়ে তোলা হয়েছে।’
সহসভাপতি আবদুল নবী বলেন, ‘নিজেকে জানা এবং জ্ঞানের পরিসর বাড়াতে বই পড়ার কোনো বিকল্প নেই। “হাঙর নদী গ্রেনেড” উপন্যাসে মুক্তিযুদ্ধে একজন মমতাময়ী মায়ের আত্মত্যাগ ও দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন লেখক। সন্তানের রক্তে মাটি ভিজেছে বুড়ির। বিসর্জন দেয় গর্ভজাত আদরের সন্তান রইসকে।’
বইটি নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন অর্থ সম্পাদক উগগ্যা মারমা, কার্যনির্বাহী সদস্য ওবাইদুল হাকিম, আইমন ফেরদৌসি, সাওদা ফাইজিয়া, নাইমা জান্নাত ও সাবিত জুবাইর।
সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা