হুমায়ূন আহমেদের জন্মদিনে ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র

উপন্যাস ‘দেয়াল’ নিয়ে পাঠচক্র
ছবি: সংগৃহীত

১৩ নভেম্বর ছিল প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে লেখকের শেষ উপন্যাস ‘দেয়াল’ নিয়ে পাঠচক্র করেছে ড্যাফোডিল বন্ধুসভা। সন্ধ্যা সাতটায় অনলাইন গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই পাঠচক্রের গুরুত্ব ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ফারহানা কেয়া। এরপর বইয়ের কিছু অংশ পাঠের মধ্য দিয়ে পাঠচক্রের কার্যক্রম শুরু করেন তিনি। এ ছাড়া বইয়ের বিষয়বস্তু, চরিত্র, ভাষা, শৈলী, রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন।

ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র
ছবি: সংগৃহীত

লেখকের জীবনের কিছু ঘটনা ও তাঁর সাহিত্যিক অবদানগুলো তুলে ধরেন দপ্তর সম্পাদক আদিবা জামান। তিনি বলেন, হুমায়ূন আহমেদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তবে সর্বশেষ গ্রন্থ ‘দেয়াল’ উপন্যাসটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। উপন্যাসটি মুক্তিযুদ্ধ–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা।

পরে পাঠচক্রের ওপর ভিত্তি করে কুইজ আয়োজন করা হয়। সর্বোচ্চসংখ্যক সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন বন্ধু স্বর্ণা খানম।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দৌলা লাবু, সহসভাপতি পলাশ মাহবুব, বন্ধু নাজমুল হাসান, বর্তমান সভাপতি নাজমুল অভি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি ফারিহা মাহমুদ, রিয়ান আহমেদ, আক্তারুজ্জামান শিবলী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ও অন্যান্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা