নোয়াখালী বন্ধুসভার বৈশাখী আড্ডা
বাঙালির অন্যতম প্রধান উৎসব বৈশাখী। নববর্ষের প্রথম দিনটি বাঙালি জীবনের এক অনন্য মাহাত্ম্য বহন করে। পয়লা বৈশাখ ১৪৩২ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করেছে বৈশাখী আড্ডার। সকাল আটটায় শুরু হয় বাঙালির চিরায়ত খাবার পান্তাভাত এবং সঙ্গে ছিল আলুভর্তা, বেগুনভর্তা, রসুনভর্তা, টমেটোভর্তা ও ডালভর্তা এবং পুঁটি মাছ ভাজা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান তাঁর ছোটবেলার নববর্ষ উদ্যাপনকে স্মরণ করেন এবং আগামী দিনগুলোতেও বন্ধুসভা যেন বাঙালির সংস্কৃতি ঐতিহ্যকে লালন করে সে আশা ব্যক্ত করেন। নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নুর আয়োজনের প্রশংসা এবং বিভিন্ন রকমের ভর্তার আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
পান্তা ও ভর্তা ভোজন শেষে শুরু হয় সাংস্কৃতিক আড্ডা। গান ও কবিতা আবৃত্তি করেন সহসভাপতি জেরিন ফাহমিদা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাহিদা রেশমি ও সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শিমুল।
সভাপতি উম্মে ফারহিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি বলেন, ‘নোয়াখালী বন্ধুসভা সব অপসংস্কৃতিকে রুখে দিয়ে এভাবে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে তরুণ প্রজন্মের কাছে নিয়ে যাবে।’
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা