ঈদের রং বাড়িয়ে আনন্দ হোক দ্বিগুণ

শিশুদের হাতে মেহেদি লাগিয়ে দেন নীলফামারী বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঈদ মানে আনন্দ, হাসি-খুশি, ঈদ মানে রং। এই রং ছড়িয়ে পড়ুক সবার মনে। সেই লক্ষ্যে কোমলমতি শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও তাদের হাত রাঙিয়ে দিতে মেহেদি উৎসবের আয়োজন করেছে নীলফামারী বন্ধুসভা।

৯ এপ্রিল সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিশুদের হাতে মেহেদি লাগিয়ে দেন বন্ধুরা। এ কাজে ছিলেন বন্ধু পায়েল রায়, তামান্না ইসলাম, রুবি আক্তার, আরিফ ফয়সাল, এনামুল ইসলামসহ স্থানীয় একটি স্কুলের দুই শিক্ষিকা।

সহসভাপতি, নীলফামারী বন্ধুসভা