এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করল গাইবান্ধা বন্ধুসভা

গাইবান্ধা সদরের পাঁচজুম্মা চাপাদাহ এতিমখানার প্রায় আড়াই শ শিক্ষার্থীর সঙ্গে প্রথম আলো বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

গাইবান্ধা সদরের পাঁচজুম্মা চাপাদাহ এতিমখানায় প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের কারও বাবা নেই, কারও মা নেই; আবার কারও বাবা-মা কেউই নেই। সব সময় ভালো খাবার জোটেও না। ২০ মার্চ এই শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা।

রমজানের ইফতার পেয়ে উচ্ছ্বসিত এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। সবাই আনন্দ-উৎসবের সঙ্গে ইফতার করেন। ছিল শরবত, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, ফলমূলসহ মিষ্টিজাতীয় খাবার।

গাইবান্ধা বন্ধুসভার এই আয়োজনের প্রশংসা করে প্রথম আলো গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন বলেন, ‘এটি খুব ভালো একটি উদ্যোগ। ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারা দিন অনাহার যাপন শেষে যখন ইফতার সামনে আসে, তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। আর আজ বন্ধুসভার কল্যাণে এই এতিম শিশুদের হাসিমুখ দেখে মন ভরে গেল। গাইবান্ধা বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

বন্ধুসভার উপদেষ্টা মোদাছেরুল জামান বলেন, ‘ইফতার খাওয়ার পর শিশুদের মুখে যে হাসি দেখতে পেয়েছি, তা আমাদের মনে প্রশান্তি এনে দিয়েছে। ধন্যবাদ বন্ধুসভার বন্ধুদের। তাঁদের এ ধরনের ভালো কাজ অব্যাহত থাকুক।’

আয়োজন বাস্তবায়নে কাজ করেছেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি ইমরান মাসুদ, সহসভাপতি জিসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুর রহীম, কার্যনির্বাহী সদস্য হোসাইন মিয়া ও বন্ধু লিমন প্রধানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা