বাঙালির অন্যতম প্রধান উৎসব বৈশাখী। নববর্ষের প্রথম দিনটি বাঙালি জীবনের এক অনন্য মাহাত্ম্য বহন করে। পয়লা বৈশাখ ১৪৩২ উৎসব উদ্দীপনার মাধ্যমে পালন করে ঠাকুরগাঁও বন্ধুসভা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ঠাকুরগাঁও বন্ধুসভা অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বন্ধু তৌফিক তায়ন একক সংগীত পরিবেশন করেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন বন্ধু মারজানা তাসনিন।
ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতির অংশ পয়লা বৈশাখ। বাঙালি প্রাচীনকাল থেকে এ উৎসব পালন করে আসছে। এটি আমাদের নিজস্ব ঐতিহ্য। এটিকে আমাদের লালন করা দরকার, যাতে নতুন প্রজন্ম বাঙালির সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়।’
সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, ‘গোঁড়ামির গ্লানি দূর হোক অন্তর হতে। বিকশিত হোক বাঙালি সত্তা। বৈষম্যহীন অসাম্প্রদায়িক হোক পুরো ভুবন। সম্প্রীতির মেলবন্ধনে ভরে উঠুক আত্মা। বেঁচে থাকুক বাঙালি, বেঁচে থাকুক বাঙালি সত্তা।’
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আপেল, অর্থ সম্পাদক নুসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এম মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক সিয়ামুর রশিদ, প্রচার সম্পাদক আলিফ হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিথিলা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তপু রায়, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বন্ধু ফাহিমা নুশরাত, সুলতানুল আরেফিন, মাহবুব আলম তালুকদার, এন্তাজ আলী, মির্জা আকাশ, সকাল চক্রবর্তীসহ অন্যরা।