সৈয়দ মুজতবা আলীর ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘দেশে বিদেশে’ নিয়ে পাঠচক্র করেছে গাজীপুর বন্ধুসভা। ৭ অক্টোবর বিকেলে গাজীপুর জেলা প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম।
শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুরা। বই আলোচনায় উপদেষ্টা অসীম বিভাকর বলেন, ‘“দেশে বিদেশে”বইটি ৪২ পর্বে রচিত একটি গ্রন্থ। প্রতিটি পর্বই সমান গুরুত্বপূর্ণ। একটি ভ্রমণসাহিত্য প্রাণবন্ত হয় অনুভূতি প্রকাশের মাধ্যমে। মানুষের পরিচয় মানুষ।’
উপদেষ্টা মনির হোসেন বলেন, ‘সৈয়দ মুজতবা আলীর বই পড়লে মনে হয়, আমিই ভ্রমণ করছি। ভ্রমণকে মনে ধারণ করতে হবে। জ্ঞানার্জনের জন্য ভ্রমণ।’ এ সময় ভ্রমণ নিয়ে নিজের সব জ্ঞান ও অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তিনি।
উপদেষ্টা মণ্ডল মাধব চন্দ্র বইটির গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। পাঠচক্রে ‘দেশে বিদেশে’ বইটির ওপর সুন্দর ও সাবলীল পর্যালোচনা করার জন্য বন্ধু মারুফ আল ইমন ও রিয়াদ হোসাইনকে পুরষ্কৃত করা হয়।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, সহসভাপতি সজীব চৌধুরী, সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, অর্থ সম্পাদক আরিফ ইসলাম, ম্যাগাজিন সম্পাদক আবিদা সুলতানা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বিজয়, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম, বন্ধু মারিয়াম আক্তার, আফ্রা আনজুমসহ আরও অনেকেই।
সভাপতি, গাজীপুর বন্ধুসভা