শোক দিবসে রাবিতে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর ম্যুরালে রাবি বন্ধুসভার বন্ধুদের শ্রদ্ধা নিবেদন
ছবি: বন্ধুসভা

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে পাঠচক্র এবং ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস’ শিরোনামে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৫ আগস্ট বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সাংগঠনিক সম্পাদক তুহিনূজ্জামানের সঞ্চালনায় এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রায়হান হোসেনের পরিচালনায় পাঠচক্র ও বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বক্তারা নিজেদের ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের নানা দিক তুলে ধরেন। বন্ধুরা তাঁদের কথায় বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম, নেতৃত্ব, কবি মনোভাবসহ রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। সেরা পাঠক নির্বাচিত হন নূর আহসান, শফিকুল ইসলাম ও তুহিনূজ্জামান। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কাজী আলাউদ্দীন, মধুসূদন বর্মন ও হাসিবুল হাসান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে পাঠচক্র
ছবি: বন্ধুসভা

সর্বশেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবহমান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নয়ন চন্দ্র দাস, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তানজিদা রিতু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মীর আলামিন, দিলোয়ার হোসেন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা