সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: কামরুল ইসলাম

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা: ইউনিমেড ইউনিহেলথের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এবং বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে দেশব্যাপী চলছে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা। প্রথম ধাপে মোট ১০টি স্থানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় ধাপে এরই মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পুণ্ড্র ইউনিভার্সিটি: ব্যস্ত জীবনে কিছু সময়ের জন্য বাল্যকালের স্মৃতিতে হারিয়ে যেতে ২৮ নভেম্বর চড়ুইভাতির আয়োজন করে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ছিল লুডু, বল নিক্ষেপসহ বিভিন্ন মজার খেলার আয়োজন।

দিনাজপুর বন্ধুসভার ‘গল্পে গল্পে চারু ও কারু’ কর্মশালা শেষে আলোচকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম: প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ২৫ নভেম্বর প্রথম আলোর চট্টগ্রাম অফিসে তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্র প্রদর্শন ও এটির ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।

দিনাজপুর: ২৪ নভেম্বর প্রথম আলোর দিনাজপুর অফিসে ‘গল্পে গল্পে চারু ও কারু’ কর্মশালার আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা। প্রশিক্ষক হিসেবে ছিলেন শিল্পী সৈয়দ মামুন রশিদ।

বিশ্ব শিশু দিবসে শিশুদের হাতে বই তুলে দিল সাতক্ষীরা বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

সাতক্ষীরা: গত ২৭ নভেম্বর প্রথম আলোর সাতক্ষীরা অফিসে বন্ধুসভার বন্ধুরা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর ও কুইজের আয়োজন করেন। এর আগে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ২০ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে একঝাঁক ছিন্নমূল শিশুর হাতে বই তুলে দেওয়া হয়।

ঝালকাঠি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আত্মজীবনী নিয়ে ২৪ নভেম্বর জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে ঝালকাঠি বন্ধুসভা আয়োজন করে পাঠচক্রের আসর।

ইস্টার্ন ইউনিভার্সিটি: ২১ নভেম্বর ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা মিলে পাঠচক্রের আসরে বসেন ইউনিভার্সিটি পাঠাগারের বঙ্গবন্ধু কর্নারে। পাঠের বিষয় ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নন্দিত নরকে এবং সমরেশ মজুমদারের লেখা সাতকাহন উপন্যাস দুটি।