জয়পুরহাটে শিশুদের রঙিন জামা উপহার দিলেন বন্ধুরা

ঈদ হোক সবার
ছবি: বন্ধুসভা

রাজিয়া (১৩), বাড়ি জয়পুরহাটের হিলি বৈই গ্রামে। বাবা নেই, মা অন্যত্র দ্বিতীয় বিয়ে করে পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের খোঁজ নেন না। এর পর থেকেই রাজিয়া একা। বিভিন্ন স্টেশনে রাত যাপন করে। মানুষের কাছ থেকে যা সাহায্য পায়, তা দিয়েই কোনোরকমে দিন কেটে যায়। নতুন জামা পরতে পারে না কয়েক বছর হয়ে গেছে। এবার বন্ধুসভার পক্ষ থেকে নতুন জামা পেয়ে তার উচ্ছ্বাসের শেষ নেই!

১৮ এপ্রিল ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় রাজিয়ার মতো এমন অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুকে নতুন রঙিন জামা উপহার দিয়েছে জয়পুরহাট বন্ধুসভা।

আজিব (১২), তার বাবা পথে পথে ঝালমুড়ি বিক্রি করেন। ছেলেকে ঈদে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই। বন্ধুসভার ঈদ উপহার পেয়ে সে অনেক খুশি। এ ছাড়া তুন্নি, তুহিন, আলিফ, মেহেনাজসহ আরও অনেক শিশুকে রঙিন জামা উপহার দিয়েছেন বন্ধুরা।

ছিন্নমূল শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বন্ধুদের উদ্যোগ
ছবি: বন্ধুসভা

জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, দপ্তর সম্পাদক আজিজ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাকারিয়াসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, জয়পুরহাট বন্ধুসভা