বৃক্ষ রোপণ করলেন নওগাঁর বন্ধুরা

নওগাঁ বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে বৃক্ষ রোপণ করেছেন নওগাঁ বন্ধুসভার বন্ধুরা। ১০ আগস্ট সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার সালাফিয়্যাহ মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী ৫০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংজোয়ার সালাফিয়্যাহ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হামিদ, অধ্যক্ষ মাহবুব রহমান, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সানম সাব্বির ও সুস্মিতা সাহা, দপ্তর সম্পাদক ওছিম উদ্দীনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক কৃষিবিদ খালেকুজ্জামান আনছারী শিক্ষার্থীদের মধ্যে গাছ রোপণের পদ্ধতি ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

নওগাঁ বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। নওগাঁ বন্ধুসভার বন্ধুরা প্রতিবছরই চেষ্টা করেন গাছ লাগানোর। এবার আমরা আগস্ট মাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে সদর উপজেলার গাংজোয়ার সালাফিয়্যাহ মাদ্রাসা প্রাঙ্গণে কিছু গাছের চারা রোপণ করা হলো।’

যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা