মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সহমর্মিতার ঈদ

সিলেট জেলার খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার বিভিন্ন পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভাছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। এর অংশ হিসেবে ২০ মার্চ সিলেট জেলার খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার বিভিন্ন পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।

উপহারসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত পরিবারগুলো। বন্ধুরা বলেন, প্রতিবছর রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরে অত্যন্ত আনন্দিত।