ফরিদপুরে রাতের আঁধারে ঈদ উপহার পৌঁছে দিলেন বন্ধুরা

মানুষের জন্য ঈদের খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন ফরিদপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের ১৫টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ফরিদপুর বন্ধুসভা। ৫ এপ্রিল রাতে বাড়ি বাড়ি ঘুরে এগুলো পৌঁছে দেন বন্ধুরা।

বন্ধুসভার বন্ধুরা ফরিদপুর শহরের ঝিলটুলী, নীলটুলি, পূর্ব খাবাসপুর, চকবাজার, আলীপুর, অনাথের মোড়, রাজেন্দ্র কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন আনাচকানাচ ঘুরে ঘুরে এ কাজ করেন।

ঈদের খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি ফরিদপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী ছেকেন শেখ (৪৬)। তিনি বলেন, ‘অল্প বেতন পাই। তার ওপর ঈদের আগে নানা খরচ থাকে। সব মিলিয়ে আমাদের পেরে ওঠা কঠিন হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা গত বছর ঈদের আগেও আমাদের খাদ্যসহায়তা দিয়েছে। এবার তাদের দেখেই চিনে ফেলেছি। ঘুরে ঘুরে খাবার বিলাইতেছে, এরা প্রথম আলোরই লোক হবে।’

শহরের আলীপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ (৪৭) বলেন, ‘অভাবের মধ্যে আছি। সংসার মোটেও চালাতে পারছি না। ঈদের দিন বাড়িতে পোলাও, সেমাই রান্না করব; তার উপায়ও ছিল না। এগুলো পেয়ে মনটা আনন্দে ভরে গেছে। বউ, ছেলে-মেয়ে নিয়ে ঈদের দিনটা আনন্দে কাটাতে পারব।’

ঈদ উপহার পেয়ে খুশি বৃদ্ধা মনোয়ারা বেগম (৬১)। প্রতিবন্ধী স্বামী সোনা মিয়াকে (৬৭) হুইলচেয়ারে নিয়ে শহর ঘুরে ভিক্ষা করে বেড়ান তিনি। মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের বুড়া-বুড়ির সংসার। সারা দিন ভিক্ষা করি। মাঝেমধ্যে স্বামীকে ঘরে রেখে খালি বোতল কুড়াইয়া বিক্রি করি। বয়সের কারণে সবকিছু করতেই কষ্ট হয়। বুড়া বয়সে কষ্ট–হতাশায় দিন কাটে। ছেলেমেয়েরা কেউ কাছে থাকে না। ঈদের আগে উপহার পেয়ে ভাবনা দূর হলো।’

ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের নিজেদের জমানো অর্থ দিয়ে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরাও খুশি।’

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা