ভাষাশহীদদের স্মরণে ভৈরব বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের মহান একটি অধ্যায়। ২১ ফেব্রুয়ারি মিশে আছে সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। ১৯৫২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাঁদের ওপর গুলি চালায়। বরকত, জব্বার, রফিক, সালামসহ অনেকে শহীদ হন। তাঁদের স্মরণে গড়ে ওঠে শহীদ মিনার। আমরা পেলাম আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি।
প্রতিবছর এই দিনে ভৈরব বন্ধুসভা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এবারও ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ২৫ জন বন্ধু ভৈরব পৌর শহরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
সভাপতি প্রিয়াংকা বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের। যে স্বপ্ন নিয়ে আমাদের বীর সন্তানেরা প্রাণ দিয়েছেন, সেই স্বপ্নকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।’
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রিয়াংকা, সহসভাপতি সামিয়া সিদ্দিকা, তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মানিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, দপ্তর সম্পাদক জিহাদ খান, প্রশিক্ষণ সম্পাদক মহিমা মেধা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহরিয়ার ইবাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান, ম্যাগাজিন সম্পাদক সেলিম রেজা, বইমেলা সম্পাদক একা গোপ, বন্ধু নাহিদ হোসাইন, ইকরাম বখশ, আরাফাত ভূঁইয়া, আজহারুল ইসলাম, জান্নাতুল মিশু, অনিক, লামিসা, স্নিগ্ধাসহ অন্য বন্ধুরা।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, ভৈরব বন্ধুসভা