স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি জামালপুর বন্ধুসভার শ্রদ্ধা

জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ থেকে ৫৪ বছর আগে এ দেশের সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বিজয়। মুক্তিযুদ্ধে বীরদের আত্মদানের ফলে পেয়েছি আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ।

তাঁদের আত্মদানের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতে ২৬ মার্চ জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জামালপুর বন্ধুসভা।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রুবেল হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়া, বইমেলা সম্পাদক আমির হামজা, কার্যনির্বাহী সদস্য জোবায়ের আহমেদ, মিফতাহুল জান্নাতসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা