৭১-এ পদার্পণ করল একুশ

সাদা কাপড়ের দেয়ালে শিশুদের আলপনা
ছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদসহ বায়ান্নর ৮ ফাল্গুন আন্দোলনকারী ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাগেরহাট বন্ধুসভা।

১৯৫২ থেকে ২০২৩, বাঙালির ভাষা আন্দোলনের ৭১ বছরে আমাদের মাতৃভাষা দিবস। দিনটি ছিল আমাদের ছোট্ট বন্ধু মালিহারও জন্মদিন।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ
ছবি: বন্ধুসভা

সাওদা ইসলাম মালিহা এবার চতুর্থ বছরে পা দিল। আগের রাতে সে বারবার তার মা-বাবাকে বলেছে ‘ঘুম আসে না’। ভোরে উঠে শহীদ মিনারে যেতে হবে সেই ভাবনায় নাকি ঘুম আসছিল না তার। বাংলার জন্য ১৯৫২-তে যেই রাজপথ রক্তে রঞ্জিত করে ছিলেন আমাদের বীর শহীদেরা, ৭১ বছর পরও ছোট্ট মালিহারা ভালোবাসার সেই ভাষাকে লালন করে চলেছে। ভাষার জন্য এই মমতা, শ্রদ্ধা ও ভালোবাসাই তো বাংলার শক্তি।

প্রভাতফেরিতে উদাম পায়ে রাজপথ মাড়িয়ে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানায় মালিহা। তার সঙ্গে শ্রদ্ধা জানায় বাগেরহাট বন্ধুসভার বন্ধুরাও।

দিনটি পালনে ২০ ফেব্রুয়ারি দুপুর থেকে আলপনা, পুষ্পমাল্য ও শহীদ মিনারে আসা শিশুদের জন্য ক্যানভাস তৈরি করেন বন্ধুরা। ছোট ছোট হাতের রংতুলির ছোঁয়ায় সেই ক্যানভাসে শিশুরা আঁকে তাদের মনের ছবি। রংতুলিতে জানায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

সভাপতি, বাগেরহাট বন্ধুসভা