গত কয়েক দিন ধরে ময়মনসিংহে মুষলধারে বৃষ্টি। এ কারণে গত বৃহস্পতিবার পুরো নগরীতে দুর্যোগময় পরিস্থিতির সৃষ্টি হয়। ১২ জুলাই শুক্রবার আবহাওয়া অনুকূলে থাকায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই সকাল সকাল নগরীর টাউন হল এলাকার অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ভিড় জমায় কৃতী শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।
আশঙ্কা ছিল শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে। সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে সকাল আটটা বাজতেই জেলার ১৩টি উপজেলার কৃতী শিক্ষার্থীরা দল বেঁধে আসতে থাকে। কেউ এসেছে অভিভাবকের সঙ্গে, কেউ একা। আবার অনেকে এসেছে বন্ধুদের সঙ্গে দল বেঁধে। শুরু থেকেই এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ৯টা বাজতেই শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। শিক্ষার্থীদের সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা। সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ।
মূল অনুষ্ঠান শুরুর আগে ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি নাহিদ মণ্ডলের সঞ্চালনায় ১৩টি উপজেলার শিক্ষার্থীরা নিজ নিজ অভিব্যক্তি প্রকাশ করে। ত্রিশাল থেকে আসা সুমন আহমেদ অভিব্যক্তি প্রকাশ করে বলে, ‘আমার দাদা সুচিকিৎসার অভাবে মারা যান। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।’
মুক্তাগাছার আদ্রুতি পাইলট হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলে, ‘এ ধরনের সংবর্ধনা আমাদের স্বপ্ন পূরণের পথ আরও সুগম করবে।’
মঞ্চে সবার সম্মুখে শিক্ষার্থীরা বিজ্ঞানী, চিকিৎসক, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক, প্রকৌশলী, বিসিএস ক্যাডার, কূটনীতিক, পাইলট ও সাংবাদিক হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করে। সঞ্চালক যোগ করে বলেন, পেশাগত স্বপ্ন পূরণের পাশাপাশি প্রত্যেকের ভালো মা–বাবা হতে হবে।
উৎসবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে বন্ধুরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপারের তিন মাস ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট সংস্করণের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ এখলাস উদ্দিন, ছৈয়দ রায়হান উদ্দিন, আলী ইউসুফ, সুব্রত কুমার, তাহমিনা শেখ, আবুল বাশার, সাদিকুল ইসলাম, বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক উম্মে সালমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন আহমেদসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা