স্বাধীনতার গল্প শোনালেন মুক্তিযোদ্ধা বিমল পাল

বন্ধুদের স্বাধীনতার গল্প শোনাচ্ছেন মুক্তিযোদ্ধা বিমল পাল (বামে)
ছবি: বন্ধুসভা

ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ১২ আগস্ট শুক্রবার বৈকালিক আড্ডায় একত্রিত হন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা। আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত থেকে বিকেলটা স্মরণীয় করে তোলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল।

মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালাখ্যাত জাতির এ সূর্যসন্তান বন্ধুদের ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের নানা গল্প শোনান। পাশাপাশি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত এবং আদর্শে উজ্জীবিত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য সচেতন, মননশীল ও মেধাসম্পন্ন মানুষ হয়ে জাতির উন্নয়নে অবদান রাখতে হবে।’

মুক্তিযোদ্ধা বিমল পাল (সামনে)
ছবি: বন্ধুসভা

এর আগে শুরুতে একে অপরের সঙ্গে নতুন করে পরিচয় হন বন্ধুরা। মুক্তিযোদ্ধা বিমল পালের কাছ থেকে গল্প শোনার পর গান ও বিভিন্ন আলাপচারিতায় আড্ডার আসর প্রাণবন্ত হয়ে ওঠে। আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সবশেষে চা চক্রের মাধ্যমে আড্ডার সমাপ্তি ঘটে।

যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা