কবিতা আবৃত্তি, গান ও আড্ডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

পয়লা বৈশাখে নবাবগঞ্জ সরকারি কলেজের আম্রকাননে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আড্ডাছবি: বন্ধুসভা

বাঙালির জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। পান্তা-ইলিশ, বাঁশি, ঢাক-ঢোলের বাজনায় আর মঙ্গল শোভাযাত্রায় পূর্ণতা পায় এ উৎসবমুখরতা।

কবিতা আবৃত্তি, গান ও আড্ডায় বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৪ এপ্রিল বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের আম্রকাননে এটি অনুষ্ঠিত হয়।

বাংলার নববর্ষের ইতিহাস তুলে ধরেন সভাপতি আরাফাত মিলেনিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ কবিতাটি আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান। ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়ে শোনান বন্ধু আসেফ উৎস। শাহ আবদুল করিমের ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি গেয়ে শোনান জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ।

আড্ডা শেষে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘লোকজ মেলা’ ঘুরে দেখেন বন্ধুসভার বন্ধুরা। মেলায় দেখা মেলে বাঙালির নানা ঐতিহ্য ও সংস্কৃতির।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান,সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু সিজান ইসলাম, মো. শাকিলসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা