ভালো কাজের সেরা তিন বন্ধুসভা

প্রথম আলোর কর্মী সম্মেলনে বন্ধুসভা পরিবারের একাংশ
ছবি: বন্ধুসভা

কুড়িগ্রামের চর রসুলপুর, চরকাপনা, ব্যাপারীর চর, রাউলিয়ার চর থেকে ঘোগাদহ, যাত্রাপুর কিংবা জেলা শহরে আসার পথে সংকোশ নদের একটি শাখানালা বিপর্যয় করে তুলেছে চরবাসীর জনজীবন। চরের মানুষের দুর্ভোগ কমাতে ৩০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছে কুড়িগ্রাম বন্ধুসভা। সব বন্ধুর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে এই বাঁশের সাঁকো নির্মাণ করেন বন্ধুরা।

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম (৩৫)। জন্ম থেকে সাইফুল হাঁটাচলা করতে পারেন না। তাঁর বাবা দরিদ্র ভ্যানচালক জাকির হোসেন (৫৫) ছেলের জন্য রাস্তার পাশে কাঠের টংদোকান করে দিয়েছেন। কোনোরকমে দোকান করতে পারলেও অর্থাভাবে মালামাল তোলা সম্ভব হয়নি। সাইফুল ইসলামের দোকানে ১২ হাজার টাকার মুদি মালামাল কিনে দিয়েছে ঝিনাইদহ বন্ধুসভা। দোকানের নাম রাখা হয়েছে ‘বন্ধু স্টোর’।

চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনিতে বাস করেন হরিজন সম্প্রদায়ভুক্ত চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা সমাজের কোথাও সম্মান পান না। রাস্তা পরিষ্কার করতে গেলে সবাই দূরে সরে যান। সেবক লেখা পোশাক পরে কোথাও চা খেতে বসলেও সবাই দূরে সরে বসেন। ‘নায়কদের সঙ্গে একদিন’ শিরোনামে তাঁদের সঙ্গে আনন্দমুখর একটি দিন অতিবাহিত করে চট্টগ্রাম বন্ধুসভা। দিনব্যাপী এ আয়োজনে ছিল শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদু, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।

‘একটি করে ভালো কাজের’ পুরস্কার হাতে চট্টগ্রাম, ঝিনাইদহ ও কুড়িগ্রামের তিন বন্ধু
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’ করেছে সারা দেশের বন্ধুসভাগুলো। এর মধ্যে উল্লিখিত কাজগুলো করে সেরা বন্ধুসভা নির্বাচিত হয়েছে কুড়িগ্রাম, ঝিনাইদহ ও চট্টগ্রাম। ৬ নভেম্বর রোববার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথম আলোর কর্মী সম্মেলনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ প্রতিষ্ঠানটির হাজারের অধিক কর্মী। তিন বন্ধুসভার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর বাইরেও আরও পাঁচটি বন্ধুসভাকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়েছে। সেগুলো হলো ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, নওগাঁ ও সিলেট।

এর মধ্যে লালমনিরহাট বন্ধুসভা আদিতমারীর সাপ্টিবাড়ি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতাধীন দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীকে একটি করে সাদাছড়ি উপহার দিয়েছে। ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের উত্তর হাজীপাড়ার বাসিন্দা বিধবা আঞ্জু আরা বেগমকে ১২ হাজার টাকা মূল্যের দুটি ছাগল উপহার দিয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভা। নওগাঁ বন্ধুসভা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫০ কিশোরী শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
নীলফামারী সাধারণ গ্রন্থাগারের বই ও আসবাব এবং গ্রন্থাগারের সামনের বাগান পরিষ্কার করেছেন নীলফামারী বন্ধুসভার বন্ধুরা। সিলেট বন্ধুসভার পক্ষ থেকে চা-শ্রমিক পরিবারের শতাধিক শিশুর হাতে পড়ালেখার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল খাতা, কলম, রংপেনসিল এবং একটি হোয়াইট বোর্ড, মার্কার, ডাস্টার ও প্রয়োজনীয় সামগ্রী।