রাবি বন্ধুসভার পাঠচক্রে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’
১২ আগস্ট শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভা আয়োজন করে বন্ধু আড্ডা ও পাঠচক্রের। জাতীয় শোক দিবস সামনে রেখে পাঠচক্রে বই নির্ধারণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’।
বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা নিজের ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের বিভিন্ন বিষয় তুলে ধরেন তাঁদের বক্তৃতায়। বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবনকাল ও রাজনৈতিক জীবন সম্পর্কে বইয়ে যেভাবে উল্লেখ আছে, তার সারমর্মও তুলে ধরেন।
সেরা পাঠক নির্বাচিত হন বন্ধুসভার মো. রায়হান। পাঠচক্র শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে গান, কবিতা ও গল্পের মাধ্যমে চলে বন্ধুদের মধ্যে আড্ডা।
পাঠচক্রে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দার, সাধারণ সম্পাদক সিফাত হোসেন, সাংগাঠনিক সম্পাদক কে এস কে হৃদয়, অর্থ সম্পাদক আবু সাহাদত, সমাজকল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বন্ধু বদিউল ইসলাম প্রমুখ।
প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা