বিজয় দিবসে ভৈরব বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্জয় ভৈরব চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন ভৈরব বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভৈরব বন্ধুসভা বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম করে থাকে। বন্ধুরা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক মনোভাব ধারণ করে সমাজের জন্য কাজ করাই প্রকৃত দেশপ্রেম।

মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র উৎসব, পাঠচক্র, একুশের ভাষাশহীদদের স্মরণে বইমেলা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ইত্যাদি ভৈরব বন্ধুসভার নিয়মিত কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় এবার ১৬ ডিসেম্বর সকাল সাতটায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্জয় ভৈরব চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, দপ্তর সম্পাদক জিহাদ, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক রাহিম আহমেদ, বন্ধু হান্নান হিমু, ইফতি, রাহিমসহ অনেকে।

সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক কাজগুলো ভৈরব বন্ধুসভার নিয়মিত কাজের একটি। আমরা স্বপ্ন দেখি, সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে বাংলার প্রতিটি মানুষ।’

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, ভৈরব বন্ধুসভা