মরক্কোয় সেরা মূকাভিনয় শিল্পীর পুরস্কার পেলেন মৌসুমী মৌ

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে সেরা নারী অভিনেত্রীর পুরস্কার পেলেন মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০২৩- এর সেরা নারী অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।

২৪ থেকে ২৯ জুলাই মরক্কোর ‘দ্বিতীয় হাসান ইউনিভার্সিটি অব কাসাব্ল্যাংকা’তে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সদস্য মৌসুমী মৌ, মীর লোকমান, মেহেদী হাসান সোহান ও শাহরিয়ার শাওন অংশগ্রহণ করেন। দলনেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক ও বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা তাওহিদা জাহান।

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) এর প্রযোজনা ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন মৌসুমী মৌ (মাঝে)
ছবি: সংগৃহীত

এই নাট্যোৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন ও মূকাভিনয়ের একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে পরিবেশিত হয়েছে ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা এবং অতঃপর’, ‘সুবোধ পালাবে না আর’—চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনা। এর মধ্যে শাহরিয়ার শাওনের নির্দেশনায় ‘অস্বীকৃতি’ পরিবেশনা দিয়ে সেরা নারী অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ।

মঞ্চে মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মৌসুমী মৌ বলেন, ‘পেশায় আমি উপস্থাপক হলেও ১১ বছর ধরে মূকাভিনয় করছি। জীবনে যে কয়টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, তা মূকাভিনয়ের বদৌলতে। ইতালি, ফ্রান্স, জার্মানি, তিউনিসিয়া, সৌদি আরব ও মরক্কো দলে নারী পারফরমারের সংখ্যা বেশি হলেও সেখানে আমি সেরা নারী পারফরমার হব, কল্পনাও করিনি। এই স্বীকৃতি আমার কাজকে আরও বেগবান করবে।’

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে আয়োজকদের সঙ্গে পুরস্কাপ্রাপ্তরা
ছবি: মৌসুমী মৌয়ের সৌজন্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী শেষে ইতালি, ফ্রান্স, মরোক্কা, তিউনিসিয়া, জার্মানি ও সৌদি আরবের বিভিন্ন নাট্যদল বাংলাদেশের মূকাভিনয় শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।