শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ফল উৎসব

বগুড়া শহরের অ আ ক খ স্কুলের শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ফল উৎসবছবি: ইসরাক

‘আম, লিচু, কাঁঠালের ডাক—আনন্দে মাতুক পুণ্ড্রের মাঠ’ স্লোগানে শিশুদের নিয়ে ফল উৎসব করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৯ জুলাই বিকেলে এটি অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের অ আ ক খ স্কুলের শিশুরা এই আয়োজনে অংশ নেয়।

শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা কিছু মুহূর্তের জন্য হারিয়ে যান বাল্যকালে। তাদের সঙ্গে কানামাছি, এলোন্টি বেলোন্টি, ছড়া গোনাসহ বিভিন্ন খেলায় মেতে ওঠেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাধারণ সম্পাদক নিগম সেন ও কার্যনির্বাহী সদস্য রাইসা রাসমিন। উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাব্বির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খান, ছড়াকার আমীর খসরু সেলিম, সাহিত্যিক ফাতেমা ইয়াছমিন, অ আ ক খ স্কুলের শিক্ষক আরাফাত আলিফ, আতিকা তাসফিয়া ও রিতানুর পারভীন, বগুড়া বন্ধুসভার সহসভাপতি নকিব হাসান ও অর্থ সম্পাদক শামিম আহমেদ প্রমুখ।

শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ফল উৎসব
ছবি: ইসরাক

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি সনিয়া দিপ্তী ও মানস প্রতিম মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান ও আশিক মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কাজী হুমাইরা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নিশাত তাসনিম, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল কাদের, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিমন হোসেন, ম্যাগাজিন সম্পাদক ইতি খাতুন, কার্যনির্বাহী সদস্য শার্মীলা ইসলাম ও নাফিউল শেখ, বন্ধু জান্নাতুল নাঈমিন, কনিকা শেখ, তামজিদ আলিফ, মোনতাসির, নূরুন্নবী সিয়াম, কথা দাস, অর্পিতা সরকার, উম্মে মাইশা, জান্নাতুল মাওয়া, উম্মে ফাতেমা, ইসরাক ও মুসাব্বীর সাদিক।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা