শীতার্তদের পাশে সিলেট বন্ধুসভা

শীতার্তদের উপহার দেওয়া শেষে সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দেশে শীতের প্রকোপ বেড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। সিলেট অঞ্চলে সব সময়ই শীতের তীব্রতা বেশি থাকে। এমন অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট বন্ধুসভা। ১০ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুরা।

শীতবস্ত্র হাতে পেয়ে পপি আক্তার নামের এক নারী খুশি হয়ে বলেন, ‘শীতের মধ্যে ঘুমাতে কষ্ট হয়। আপনাদের দেওয়া কম্বল পেয়ে আমরা এখন শান্তিতে ঘুমাতে পারব।’ আরেকজন ব্যক্তি দিনমজুরের কাজ করেন, যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। পুরোনো কাঁথা গায়ে দিয়ে কোনোরকমে দিন অতিবাহিত করছেন। বন্ধুদের উপহারের কম্বল পেয়ে তিনিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলেট বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাইমিন চৌধুরী বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও আমরা শীতবস্ত্র উপহার হিসেবে শীতার্তদের কাছে পৌঁছে দিয়েছি। যেভাবে শীত বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই আছেন প্রয়োজনের কথা বলতে পারেন না। তাই আমাদের এই প্রচেষ্টা।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার বন্ধু অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, হিমাদ্রি শর্মা, অনিক পাল, দেব দুলাল, মিহরাব আহমদ, দৃষ্টি বর্মণ, গায়ত্রী বর্মণ, সাবা জাহান, দ্বীপানিতা সেন, রেজাউল হক, লাবাহ সুন্নাহ, আশরাফুল ইসলাম, মাজেদুল ইসলাম, মাহমুদ চৌধুরী, সালমান হাসান, ফয়সাল আহমেদ, সমরজিৎ হালদার ও ফুয়াদ আহমেদ।

প্রচার সম্পাদক, সিলেট বন্ধুসভা