সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ নিয়ে পাঠচক্র

সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ নিয়ে জয়পুরহাট বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

অনলাইন গুগল মিট অ্যাপের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি জয়পুরহাট বন্ধুসভা আয়োজন করেছে বই আড্ডা ও বছরের প্রথম পাঠচক্রের। নির্ধারিত বই ছিল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’। রাত সাড়ে ৯টায় এটি অনুষ্ঠিত হয়।

পাঠের আসরে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ মোগল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যসূত্র। এতে সম্রাট জাহাঙ্গীর নিজের রাজত্বকালের ঘটনাবলি, রাষ্ট্রীয় নীতি, সামরিক অভিযান, শিল্পকলা ও সাহিত্যের প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন।

‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ কেবল ঐতিহাসিক দলিলই নয়, এটি একটি সাহিত্যকর্মও বটে। জাহাঙ্গীর ছিলেন একজন সাবলীল লেখক। আত্মজীবনীতে তাঁর সাহিত্যিক প্রতিভা স্পষ্ট ফুটে উঠেছে।

উপস্থিত অন্য বন্ধুরাও বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সম্রাট জাহাঙ্গীরের জীবন ও কর্ম সম্পর্কে নিজেদের মতামত দেন। পাঠের আসরে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বন্ধু সাথীয়া সাথী, রেমি আক্তার, নুশরাত জাহান, হুমাইরা আনজুম, রেসমা আক্তার, মো. মোস্তাকি, সাব্বির আহমেদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, জয়পুরহাট বন্ধুসভা