ভালো কাজ করাই বন্ধুসভার কাজ

গত বছর ভালো কাজের অংশ হিসেবে বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের মধ্যে পোকা দমনে সহায়ক আলোকফাঁদ বিতরণ করে যশোর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল।/মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল’—তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের এই পঙ্‌ক্তিমালাই যেন তরুণদের প্রতিচ্ছবি। তারুণ্য হলো অসম্ভবকে সম্ভব করার কাল, প্রত্যয় আর চেতনার উৎস। তরুণেরাই অনুপ্রেরণার অজেয় শক্তি, যাঁরা নিজ প্রতিভায়, উদ্যমে, কর্মযজ্ঞে বদলে দেন পৃথিবীকে। আবার নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজে আত্মনিয়োগ করেও তারুণ্যকে স্মরণীয় করে রাখা যায়।

অকাতরে মানুষের তরে, স্বেচ্ছাসেবায় আত্মনিয়োগ শুধু অভূতপূর্বই নয়, আশাজাগানিয়াও বটে! এমন আশার একটি বাতিঘর, দেশের লক্ষাধিক তরুণ তুর্কির এক অনন্য প্ল্যাটফর্ম প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলোর পাঠক সংগঠন হিসেবে গড়ে ওঠা এ সংগঠন এখন দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে তৎপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেবা, আত্মোন্নয়ন, সংস্কৃতির বিকাশ, মেধার চর্চা, আর্তমানবতার জন্য নিজেকে উৎসর্গ করার মতো অদম্য মানসিক গঠন ও সাংগঠনিক কাঠামো বন্ধুসভাকে করেছে অনন্য। গত ২৫ বছরে বন্ধুসভায় যুক্ত হয়েছেন মানবিক মূল্যবোধসম্পন্ন লাখো তরুণ, যাঁরা নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করছেন। যার ধারাবাহিকতায় প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বন্ধুরা একযোগে ‘একটি করে ভালো কাজ’ কর্মসূচি পালন করে থাকেন।

মানুষের দুর্ভোগ কমাতে ৩০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করে দেয় কুড়িগ্রাম বন্ধুসভা
ছবি: জাকির হোসেন

২০২২ সালের নভেম্বর মাসে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বন্ধুরা ভীষণ সৃষ্টিশীল ও ব্যতিক্রম সব কার্যক্রম পরিচালনা করেছেন। এই যেমন জামালপুর বন্ধুসভা ‘প্রজন্মের সুরক্ষায়’ শিরোনামে শতাধিক এতিম শিশুর মধ্যে প্রাথমিক চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসামগ্রী বিতরণ করে। সিলেট বন্ধুসভা চা–শ্রমিকদের শতাধিক শিশুর হাতে খাতা, কলম, রংপেনসিল, একটি হোয়াইট বোর্ডসহ মার্কার, ডাস্টার ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দিয়েছে। ঝিনাইদহ বন্ধুসভা শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলামের জীবন-জীবিকার জন্য তৈরি করে দিয়েছে বন্ধু স্টোর। গাজীপুর বন্ধুসভা সুবিধাবঞ্চিত নারীদের জন্য আয়োজন করে বাল্যবিবাহ, জরায়ু ক্যানসার, স্তন ক্যানসার ও মাসিককালীন নারীস্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যসচেতনতা–বিষয়ক আলোচনা সভা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামে মাহাতোদের কুড়মালি ভাষার পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করে রায়গঞ্জ বন্ধুসভা। ঝালকাঠি বন্ধুসভা সপ্তাহব্যাপী তালগাছের চারা রোপণ ও বিতরণ করে। যশোর বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার হাশিমপুর মাঠে বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে ধান ও সবজিখেতের ক্ষতিকর পোকা দমনে সহায়ক ‘আলোর ফাঁদ’–এর ব্যবহার দেখানোর পাশাপাশি কৃষকদের মধ্যে আলোর ফাঁদ বিতরণ করা হয়। ময়মনসিংহ বন্ধুসভা বৃদ্ধ রিকশাচালক ও ভিক্ষুকদের এক দিনের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সাতজনকে সাত দিনের বাজার ও অসুস্থ ব্যক্তিদের ওষুধ কিনে দেয়। নীলফামারী বন্ধুসভার বন্ধুরা নীলফামারী সাধারণ গ্রন্থাগারের বই, আসবাব ও গ্রন্থাগারের সামনের বাগান পরিষ্কার করেন। ‘নায়কদের সঙ্গে এক দিন’ শিরোনামে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা হরিজন সম্প্রদায়ভুক্ত চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আনন্দমুখর দিন কাটান। খুলনা বন্ধুসভা এক পা–বিহীন তরিকুলকে একটি ভ্যান, ভ্যানের চারপাশবেষ্টিত বেড়ি ও ব্যবসার জন্য পোশাক কিনে দিয়ে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। ঠাকুরগাঁও বন্ধুসভা একটি অসচ্ছল পরিবারকে দুটি ছাগল উপহার দেয়। কুড়িগ্রাম বন্ধুসভা মানুষের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে। বন্ধুদের এমন শত ভালো কাজের আলোয় ভরে ওঠে সারা দেশ।

ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলামকে ‘বন্ধু স্টোর’ উপহার
ছবি: এ কে নেওয়াজ

সারা বছর ধরেই চলে বন্ধুসভার নানা ধরনের ভালো কাজ। বন্ধুরা মাদকের বিরুদ্ধে কাজ করেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেন, সাহিত্য উৎসব করেন, কবিতা উৎসব করেন, বিতর্কের চর্চা করেন, বৃক্ষরোপণ, ডেঙ্গুনিধন, নিজ উদ্যোগে নদী ও সৈকত পরিষ্কারে অংশ নেন, পাখির জন্য নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করেন, অসহায় বৃদ্ধার বন্ধকি জমি ছাড়িয়ে দেন নিজেদের অর্থে, আবার কারও ঘরের চাল তৈরি করে দেন; পরিবেশ সুরক্ষায়, স্বাস্থ্য রক্ষায়, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান বন্ধুরা। সামাজিক ও বৈশ্বিক বিভিন্ন অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। বন্ধুরা যেমন সংস্কৃতির চর্চা করছেন চিত্তের বিকাশের জন্য, অন্যদিকে সামাজিক কাজ করছেন সমাজের মানুষদের ভালো রাখার জন্য।

তবু একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে, দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার বন্ধুরা একযোগে বহুমুখী, ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় সব ভালো কাজ করবেন, এটা সত্যিই দারুণ ব্যাপার! এ বছর প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবারও শুরু হয়েছে ‘একটি করে ভালো কাজ’ কর্মসূচি। ১৩ অক্টোবর শুরু হয়ে সারা দেশে একযোগে এই কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কর্মসূচি শেষে দুর্দান্ত সব কাজ থেকে বাছাই করা সেরা বন্ধুসভার কাজকে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হবে। আগামী নভেম্বরে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

তাই আর দেরি কেন! তারুণ্যের উচ্ছ্বাসে, অসম্ভবকে সম্ভব করার ঝুঁকি নেওয়ার প্রবল দুঃসাহসে প্রস্তুত হই ভালো কাজের আলিঙ্গনে।