বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে শহীদদের স্মরণ

টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে আলোর মিছিল
ছবি: বন্ধুসভা

১৯৭১ সালের ২৫ মার্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। এতে শহীদ হন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, পথচারীসহ অগণিত মানুষ।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার সকাল ১০টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে টাঙ্গাইল বন্ধুসভা। পরে সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বালন করার মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বন্ধুরা।

ধ্যভূমিতে বন্ধুদের পুষ্পস্তবক অর্পণ
ছবি: বন্ধুসভা

টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখ্শ তাঁর বক্তব্যে কালরাতে আলোর মিছিল অনুষ্ঠানের শুরুর ইতিহাস তুলে ধরেন এবং বধ্যভূমিতে শহীদদের নামফলকসংবলিত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি উত্থাপন করেন। বক্তব্য শোনার পর জেলাপ্রশাসক বধ্যভূমিতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, আইনজীবী এস আকবর খান, সংস্কৃতিকর্মী মীর মেহেদী ও লিজু বাউলা, মানবাধিকারকর্মী মাহমুদা শেলি, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি রকিবুল ইসলাম, রেণু আক্তার, মাহমুদা আক্তারসহ বন্ধুসভার বন্ধুরা এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা