যমুনা নদীর পাড়ে বন্ধুদের পাঠচক্র

যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

যমুনা নদীর পাড়ে বসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা খেতে খেতে পাঠচক্রের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ৭ জানুয়ারি বিকেলে যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের তিন নম্বর ক্রসবার এলাকায় এটি অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

পাঠচক্রের বিষয় ছিল কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক রচিত উপন্যাস ‘কখনো আমার মাকে’। বইটি নিয়ে আলোচনা করেন প্রচার সম্পাদক মুনতাহা মুন। পরে অন্য বন্ধুরা উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি রাসেল আহমেদ।

পাঠচক্র শেষে সবাইকে নিজ হাতে তৈরি পিঠা খাওয়ান পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান।

সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা