নীলফামারী বন্ধুসভার উদ্যোগে রঙিন জামা বিতরণ

নীলফামারী বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

নীলফামারী বন্ধুসভার উদ্যোগে ৬ এপ্রিল শিশু-কিশোরদের মধ্যে ঈদের রঙিন জামা উপহার দেওয়া হয়েছে। জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী পৌরসভার দক্ষিণ হাড়োয়া গ্রামে এসব বিতরণ করেন বন্ধুরা।

পৌরসভার দক্ষিণ হাড়োয়া, কুন্দুপুকুর ইউনিয়নের গুড়গুড়িপাড়া, ভাদুশাহপাড়া, ফকিরগঞ্জসহ বিভিন্ন পাড়া-মহল্লার ৫০ জন শিশুকে একটি করে নতুন রঙিন পোশাক দেওয়া হয়। নতুন রঙিন জামা গায়ে দিয়ে গুড়গুড়ি গ্রামের আফরোজা বেগম (৮) বলে, ‘এই জামা আমার খুব পছন্দ হইছে। এইটা ঈদের দিন পরব।’

বিতরণকালে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল করিম, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুন রায়, সাধারণ সম্পাদক আরিফ ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক এনামুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তামান্না সরকার, কার্যকরী সদস্য মোমিনুর রহমান, বন্ধু পায়েল রায়, সৈয়দপুর বিএম কলেজের প্রভাষক সুমন রায়সহ অন্যরা।