মে দিবসে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগ

শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন, স্বাস্থ্যকর শরবত ও বিস্কুট বিতরণ করে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভাছবি: নিগম সেন

দেশে চলমান তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি দিতে শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন, স্বাস্থ্যকর শরবত ও বিস্কুট বিতরণ করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ২১০ জন মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা মো. নাজমুল হক, উপদেষ্টা মো. শাকিল হাসান, সভাপতি ফারহানা সুলতানা, সহসভাপতি সাদিয়া ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরে তাসফিয়া, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, দপ্তর সম্পাদক সিনথিয়া আক্তার, প্রচার সম্পাদক মাশফিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নিগম সেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহামুদ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক নিশাত তাসনিম, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক রিমন হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রেজওয়ানা কারিম, বন্ধু সাজ্জাদ হোসেন ও সানজিদা আক্তার।

দপ্তর সম্পাদক, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা