মহান বিজয় দিবসে রাঙ্গুনিয়া বন্ধুসভার শ্রদ্ধা

উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাঙ্গুনিয়া বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল শনিবার এ কর্মসূচির মধ্য দিয়ে বন্ধুরা বাংলা ও বাঙালির অনবদ্য মুক্তির বিজয়ের মহান বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক এম মোরশেদ আলম, দপ্তর সম্পাদক শাহী মো. ইলিয়াছ, সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদ হোসেন, বন্ধু রবিউল মোস্তফা, মো. তানভীর, মো. সজিব, মো. রেজভী, মো. সাকিব প্রমুখ।