৫০ শিশুকে পূজায় নতুন জামা উপহার

এমসি কলেজ বন্ধুসভার পক্ষ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত চা-শ্রমিকদের সন্তানেরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ‘একটি করে ভালো কাজ’ করে সারা দেশের বন্ধুসভাগুলো। সেই ধারাবাহিকতায় এবার রজতজয়ন্তী উপলক্ষে একটি করে ভালো কাজের অংশ হিসেবে চা-শ্রমিকদের সন্তানদের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বস্ত্রসামগ্রী উপহার দিয়েছে এমসি কলেজ বন্ধুসভা।

১৮ অক্টোবর বন্ধুরা দল বেঁধে সিলেটের লাক্কাতোরা চা-বাগানে যান। সেখানে কাজ করা চা-শ্রমিক পরিবারের ৫০টি শিশুর হাতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা উপহার দেওয়া হয়। মহৎ এ কাজ বাস্তবায়নে সহযোগিতা করেছে লাইট হোপস ইউথ ফাউন্ডেশন।

পূজার পোশাক বিতরণের পাশাপাশি স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মৌরি সুলতানার আগামী ছয় মাসের শিক্ষা খরচ দিয়েছেন বন্ধুরা। মৌরি সুলতানার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিন বছর ধরে শয্যাশায়ী। পরিবারের খরচ চালানোর পাশাপাশি সন্তানের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

নতুন পোশাক উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশু আবদুল্লাহ বলে, ‘আপনাদের এ নতুন পোশাক পরে আমরা সবাই এ বছর একসঙ্গে পূজা দেখতে বের হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।’

এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু ও বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত শাহ সিকান্দার শাকির। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে ভালো কাজের মাধ্যমেই একমাত্র বাংলাদেশ ভালো থাকবে। এমন কাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজের মঙ্গলের পাশাপাশি সমাজ থেকে অসহায়ত্ব, দুঃখ ও দুর্দশাকে দূরীভূত করে হাসিমাখা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এমন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আমাদের ভালো কাজ আজ নিত্যসঙ্গী।’

বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাওর ভলান্টিয়ার বাংলাদেশের সভাপতি অসীম সরকার, এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা তানভীর মাহফুজ, সভাপতি উত্তম দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, দপ্তর সম্পাদক উত্তম ঘোষ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ওলিউর রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শামস উদ্ দোহা, বন্ধু আযহারুল ইসলাম, উদয় সরকার, রেজাউল করিম, লিমা তালুকদার, সানজিদা রশীদ, মমতা আক্তার, প্রজ্ঞা চৌধুরীসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা