আত্মোন্নয়নমূলক বই ‘হতাশ হবার কারণ নেই’ নিয়ে পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ডেল কার্নেগির আত্মোন্নয়নমূলক বই ‘হতাশ হবার কারণ নেই’ নিয়ে পাঠচক্রের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৮ জুলাই বিকেলে জেলা শহরের সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বই আলোচনায় পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, ‘লেখক বাস্তব উদাহরণ ও সহজ কৌশলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, কীভাবে চিন্তা নিয়ন্ত্রণ করে আনন্দময় জীবন গড়া সম্ভব।’

রাকিবুল হাসান বলেন, ‘বর্তমানকে গুরুত্ব দিতে হবে। অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তা না করে আজকের দিনেই বাঁচতে হবে। প্রতিটি দিনকে আলাদা একটি দিন হিসেবে দেখুন। কোন চিন্তা আপনার সমস্যা তৈরি করছে, তা লিখে ফেলুন। সবচেয়ে খারাপ কী হতে পারে, তা মেনে নিয়ে, তা থেকে উত্তরণের উপায় ভাবুন। কাজে ব্যস্ত থাকুন। মনকে চিন্তা থেকে সরিয়ে কাজে নিয়োজিত রাখলে দুশ্চিন্তা কমে যায়। সমালোচনার ভয় জয় করুন। সব সমালোচনা খারাপ নয়। কিছু আপনাকে উন্নতি করতে সাহায্য করে। যুক্তিহীন সমালোচনাকে গুরুত্ব না দিয়ে আত্মবিশ্বাস ধরে রাখুন। যা আপনার আছে, তাতে সন্তুষ্ট হোন। দুশ্চিন্তা শুধু মানসিক নয়, শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে হলে চিন্তা নিয়ন্ত্রণ করা জরুরি।’

উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, ‘হাসি আমাদের অমূল্য সম্পদ। আমাদের হাসতে হবে। হাসির মাধ্যমে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন কাজ করার সময় উদ্দীপনা পাই।’

যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান বলেন, ‘পাঠের শুরু থেকে আমি দুইটা শব্দ খুঁজছিলাম। একটি বিনয়ী, অন্যটি ব্যক্তিত্ব। ডেল কার্নেগির সব বইয়ের মধ্যে বিনয়ী ও ব্যক্তিত্ব বিষয়টি জড়িত। একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে ডেল কার্নেগির উপদেশ অনন্য।’

সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘এই বই আমাদের শেখায় কীভাবে মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থেকে শান্তিপূর্ণ ও সফল জীবন যাপন করা যায়।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, বন্ধু মুশফিক মাহাদী, সাজ্জাদ হোসেনসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা