কুড়মালি ভাষার পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

‘সুথর সেনগে, ইনজইর ডহরে’ সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মাহাতোদের কুড়মালি ভাষার এ বাক্যের বাংলা অর্থ ‘ভালোর সাথে, আলোর পথে’। ২৯ অক্টোবর শনিবার, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘড়িয়া গ্রামে মাহাতোদের কুড়মালি ভাষার পাঠশালায় বন্ধুসভার বন্ধুরা গেলে সেখানকার শিক্ষার্থীরা একসঙ্গে প্রথম আলোর এই স্লোগান নিজেদের ভাষায় গেয়ে শোনায়।

পাঠশালার ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রায়গঞ্জ বন্ধুসভা। এসবের মধ্যে ছিল খাতা, কলম ও স্কেল। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে কুড়মালি ভাষার পাঠশালার শিক্ষার্থীদের সঙ্গে এক বেলা অতিবাহিত করেন বন্ধুরা।

৪৫ জন শিক্ষার্থীকে খাতা, কলম ও স্কেল দিয়েছে রায়গঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

শিক্ষা উপকরণ পেয়ে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী পূজা রানী মাহাতো বলে, ‘একসাথে খাতা, কলম ও স্কেল পেয়ে খুবই ভালো লাগছে।’ মাধাইনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জয়ন্ত কুমার মাহাতো বলে, বন্ধুসভার এ উপহার লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, মাহাতোদের কুড়মালি ভাষার ঝুমুর গানের শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, স্থানীয় শিক্ষার্থী চঞ্চল মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার সহসভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল মাহাতো, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা