সিরাজগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

জেলা শহরের হার্ড পয়েন্টে মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রাঙ্গণে সিরাজগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

‘বন্ধুসভার বন্ধুরা যেভাবে কাজ করে, তা অসম্ভব সুন্দর। আর সিরাজগঞ্জ বন্ধুসভা নতুন কমিটি গঠনের পর যেভাবে কাজ করছে, তা অনুকরণীয়।’

১৯ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। জেলা শহরের হার্ড পয়েন্টে মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সামছুদ্দোহা সাফায়াত।

বৈঠকে সিরাজগঞ্জ বন্ধুসভার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরিচিতি পর্বের পর বিগত মাসের কাজের বিবরণী দেন উপস্থিত বন্ধুরা। এ সময় তাঁরা জাতীয় পর্ষদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইলে, সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জাফর সাদিক।

জাফর সাদিক বলেন, ‘জাতীয় পর্ষদ চায়, দেশের সব বন্ধুসভা যেন স্বেচ্ছাসেবার এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি মানুষের সেবায় নিয়োজিত থাকে। এ লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, লেখালেখি, উপস্থাপনা, নেতৃত্বসহ কর্মমুখী বিভিন্ন বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করতে হবে। স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে বড় আকারে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে। যাতে সিরাজগঞ্জে বন্ধুসভাই হয় সবচেয়ে বড় ও পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন।’ এ সময় তিনি সিরাজগঞ্জে দ্রুততম সময়ে বইমেলা ও গ্রাফিক্স প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের তাগিদ দেন।

জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সামছুদ্দোহা সাফায়াতকে ফুল দিয়ে বরণ করে নেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বৈঠকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সালাম, সহসভাপতি গোলাম রেজা ই রাব্বি, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সেখ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু, অর্থ সম্পাদক আলহাম রবিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদসহ অন্য বন্ধুরা।

উপস্থিত বন্ধুরা জাতীয় সমাবেশ ও বন্ধুসভার গঠনতন্ত্র বিষয়ে জানতে চাইলে জাফর সাদিক বলেন, ‘নানা কারণে গত চার বছর জাতীয় সমাবেশ আয়োজন করা যায়নি। তবে এ বছরের শেষ নাগাদ এটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলছে। আর গঠনতন্ত্র সংশোধন হয়েছে, খুব দ্রুতই ছাপা গঠনতন্ত্র বন্ধুদের কাছে পৌঁছে যাবে।’

বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপনের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী বন্ধুসভার বন্ধুরা কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। তবে তাঁরা চাইলে চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা বা বক্তৃতার আয়োজন করতে পারে। এতে বন্ধুদের মধ্যে সচেতনতা ও নেতৃত্ববোধ গড়ে উঠবে।’

এ সময় বন্ধুরা আরও স্বতঃস্ফূর্তভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে সিরাজগঞ্জ বন্ধুসভাকে জাতীয় পর্যায়ে সেরা দশ বন্ধুসভার তালিকায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা