এতিম শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ইফতার
এতিম শিশুদের নিয়ে ইফতার করেছেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা। ১৯ মার্চ বগুড়ার বাঘোপাড়া (মধ্যপাড়া) জিন্নাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে এটি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছিল। অতিথিদের আগমনে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাহফিল শুরু হয় কোরআন তিলাওয়াত দিয়ে, এরপর ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের ফজিলত ও এতিমদের দেখভালের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
ইফতারের সময় ঘনিয়ে এলে সবাই একসঙ্গে মোনাজাতে অংশ নেন। দেশ, জাতি ও দাতাদের জন্য দোয়া করা হয়। সন্ধ্যা হলে আজানের সঙ্গে সঙ্গে সবাই ইফতার গ্রহণ করেন। বন্ধুরা বলেন, ‘এমন আয়োজনের উদ্দেশ্য শুধু ইফতার করানো নয়, বরং এটি সামাজের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এতিম ও দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।’
আয়োজনে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ আবেদীন, সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি সোনিয়া দীপ্তি, সাধারণ সম্পাদক নিগম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, খালিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক অভিষেক সরকার, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রিমন হোসেন, ম্যাগাজিন সম্পাদক মহুয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য আবদুল কাদের, আবু রায়হান, ইতি খাতুনসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা