বাল্যবিবাহ রোধে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুদের শপথ পাঠ

বাল্যবিবাহ রোধে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুদের শপথ পাঠছবি: বন্ধুসভা

‘বাল্যবিবাহ সামাজিক ব্যধি, সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করি’ স্লোগানে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা শপথবাক্য পাঠ করেছেন। ১৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার কদমতলী বন্দ ডাকপাড়া এলাকায় একটি রেস্টুরেন্টে কেরানীগঞ্জ বন্ধুসভার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বন্ধুরা এ শপথবাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠ করান সভাপতি হোসেইন মোহাম্মদ রুবেল। তিনি বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এর প্রধান শিকার হলো কিশোরীরা। শিশু-কিশোরী পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বাল্যবিবাহের কারণে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বাল্যবিবাহ রোধ আমাদের সবার দায়িত্ব। বাল্যবিবাহ বন্ধে বন্ধুসভার বন্ধুরাসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পরিচিতি সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক তাসনিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, অর্ণব সাইফুল, অর্থ সম্পাদক শামসুন্নাহার শিরীন, প্রচার সম্পাদক আসফিক খান, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শাহানাজ আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আরিফ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম রায়, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাহিমন কবীর প্রমুখ।

পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগীত পরিবেশন করেন আসফিক খান, শামসুন্নাহার শিরীন, শাহানাজ আক্তার, তাসনিম খান, সাজ্জাদ হোসাইন ও নাদিম মাহমুদ। কবিতা আবৃত্তি করেন হোসেইন মোহাম্মদ রুবেল ও উত্তম রায়।